আলোর দেশ, ঢাকা :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীর পাল্টাপাল্টি শোডাউন দেয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা প্রথমে শোডাউন দিলে তা জানতে পেরে তাদের শোডাউন প্রতিহত করার জন্য শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ফরাজীর কর্মীরা একত্রিত হলে ছাত্রদলের নেতাকর্মীরা চলে যান। পরে ছাত্রলীগ কর্মীরা তাদের না পেয়ে ‘ছাত্রদলের গুন্ডারা, হুশিয়ার সাবধান’ শ্লোগানে পাল্টা শোডাউন দেন।
জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জবি ক্যাম্পাসে বেগম খালেদা জিয়ার নামফলক পুনরায় স্থাপনের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাসে অবস্থান এবং বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে জবি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে অবিলম্বে তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে মু্ক্তি দিতে হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিত্তিপ্রস্তর স্থাপনকারী নামফলকে আগামী দুই দিনের মধ্যে পুনরায় স্থাপন করতে হবে তা না হলে ক্যাম্পাস ধর্মঘটের মত কঠোর কর্মসূচি বিবেচনা করবো।
এসময় উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সহসভাপতি এডি এম বাকির জুয়েল, মোস্তাফিজুর রহমান মিলন, রেজাউল করিম, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, ইব্রাহিম কবির মিঠু, ইমরান হোসেন পলাশ, সহ সাধারন সম্পাদক জোবায়ের আহমেদ,শফিক জামিল, ছাত্রনেতা কে এম নাহিদ হাসান, রাশেদ হাসান, আবিদ কামাল রুবেল, সুমন হোসেন,সাহাদাৎ হোসেন, সুশাীল ত্রিপুরা প্রমুখ।
পাল্টা শোডাউনে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের ইব্রাহীম ফরাজীর কর্মী সাবেক সহ সম্পাদক রায়হান কবির, রাইসুল, রবিউল ইসলাম রবি,আবদুল বারেক,মাহমুদ, মাসুম, রবিন,আকাশ। মাদারিপুর গ্রুপের সাবেক সহ সম্পাদক আলম,মশিউর, মিনুন মাহফুজ প্রমুখ।