নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মো. মাকসুদুর রহমান মাকসুদের পিতা বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক মাস্টারের ২৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার আছরের নামাজের পর ভোলার চরফ্যাশনের আমিনাবাদ গ্রামে মরহুমের নিজ বাড়ীতে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ মাহফিলে সকলে কাছে পিতার জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মো. মাকসুদুর রহমান মাকসুদ ।
এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার শত শত মানুষ মিলাদ মাহফিলে অংশ নেন। দোয়া পরিচালনা করেন আমিনাবাদ দালাল বাজার জামে মসজিদ এর ঈমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মানুদ্দিন।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ২৬ ডিসেম্বর দিবাগত রাতে বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক মাস্টার চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।