আলোর দেশ, ঢাকা :
প্রাণঘাতী করোনাভাইরাসে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের কর্মক্ষেত্র বন্ধ থাকায় বাসায় চুলায় আগুন জ্বলেনা অনেকের। রাজধানীতে এমন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাজধানীর রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে তারা এ হতদরিদ্রের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
এতে অংশ নেন ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ সভাপতি নাজমুল হোসেন টুটুল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম মানিক, রমনা ১৯ নম্বর ওয়ার্ডের সভাপতি সেলিমুজ্জামান রাজা, সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ মহানগর ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
এবিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান মাকসুদ বলেন, “যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ ভাই ও সাধারণ সম্পাদক নিখিল ভাইয়ের নির্দেশে আমরা মহানগর দক্ষিন যুবলীগ রমনার ১৯ নং ওয়ার্ডে গরীব দুঃখী অসহায়দের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করি।”