আলোর দেশ, ঢাকা :
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের কর্মক্ষেত্র বন্ধ থাকায় বাসায় চুলায় আগুন জ্বলেনা অনেকের। মানবতার ডাকে খাদ্যসামগ্রী নিয়ে এমন হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে ট্রিটমেন্ট কমিউনিটি। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওয়ারী জোনের সহযোগিতায় সামাজিক দুরত্ব বজায় রেখে রাজধানীর পুরাণ ঢাকায় খাদ্যসামগ্রী বিতরন করেন ট্রিটমেন্ট কমিউনিটির সদস্যবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার হান্নানুল ইসলাম, গেন্ডারিয়া থানার ওসি (অপারেশন) মোঃ রাসেল, ট্রিটমেন্ট কমিউনিটির এডমিন ও প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম মিলান, এছাড়াও মোশাররফ হোসেন কাজল, নাইমুরসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্লানিং ও মনিটরিং দায়িত্বে ছিলেন এডমিন ও পলিশের সহকারি পরিদর্শক নয়ন শাহা।
যারা মানবতার ডাকে সাড়া দিয়ে যারা অর্থনৈতিক ও প্রশাসনিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ট্রিটমেন্ট কমিউনিটির নেতৃবৃন্দ। এসময় তারা দেশের এই ক্রান্তিকালে প্রত্যেকের অবস্থান থেকে মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান।