আলোর দেশ, ঢাকা :
জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ওয়ারী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শোক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগষ্ট, ২০২০ ইং) বিকাল ৫ টায় ওয়ারীর নবাবপুর রোডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ ও তবারক বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, “বঙ্গবন্ধুর নেতৃত্বে ৭ কোটি বাঙ্গালি রাজপথে নেমে এদেশ স্বাধীন করেছে। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি হতো না। পঁচাত্তরের ১৫ আগষ্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে এ জাতিকে শোকে ভাসিয়ে দিল। এ শোককে শক্তিতে রুপান্তর করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে অতিথি হিসেবে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ নেতা মো মাসুদ রানা, আমিনুল ইসলাম, নুরুল রহমান মুকুল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও ওয়ারী থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্জীব বসাক, ওয়ারী থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল আলম সোহাগ, আজিজুর রহমান খোকন, এস. এম সম্রাট, শাওন প্রমুখ।